রুশ হামলায় মারিউপোলে শিশু হাসপাতাল ধ্বংস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৭ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ১১:১০ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলের একটি হাসপাতাল রুশ সেনারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মারিউপোল সিটি কাউন্সিল। বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বুধবার বিকেলে দেয়া ওই বিবৃতিতে কাউন্সিলের কর্মকর্তারা অভিযোগ করেন 'রুশ দখলদার বাহিনী শিশু হাসপাতালের ওপর কয়েকটি বোমা ফেলেছে। '
তিনি বলেন, এতে শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
আঞ্চলিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো ফেসবুক ভিডিওতে বলেন, শহরের কেন্দ্রস্থলের হাসপাতালটিতে রাশিয়ান বিমান হামলায় প্রসূতি ওয়ার্ড, শিশুদের ওয়ার্ড এবং থেরাপি ওয়ার্ডসহ সব ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, হামলায় আহতদের নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে।
তবে, মারিউপোলের স্থানীয় প্রশাসনের এসব দাবি যাচাই করতে পারেনি বিবিসি। কিন্তু স্থানীয় সংসদ সদস্য ডিমিত্রো গুরিন এক সাক্ষাত্কারে এই দাবির পুনরাবৃত্তি করেন।
কেআই//