সৌহার্দ্য রেখেই রূপপুরে কাজ করছেন রুশ-ইউক্রেনীয়রা (ভিডিও)
পাবনা প্রতিনিধি
প্রকাশিত : ০১:০৬ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৪ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন নন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকরা। তবে, দেশে থাকা পরিবারের সদস্যদের নিয়ে ইউক্রেনিয়রা রয়েছেন দুশ্চিন্তায়। কর্মপরিবেশ স্বাভাবিক থাকলেও যুদ্ধের বিরুপ প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে।
পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি। প্রকল্পে কাজ করছেন রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, তাজাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার নাগরিক।
সৌহার্দ্য বজায় রেখেই কাজ করছেন বিদেশিরা। নিজ নিজ দেশের সেনারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলেও এখানকার রাশিয়ানদের সঙ্গে ন্যূনতম বিরোধও নেই ইউক্রেনিয় সহকর্মীদের। তবে যুদ্ধ পরিস্থিতিতে দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। পরিবারের খোঁজখবর রাখছেন মোবাইল ফোনে।
প্রকল্পে কর্মরত রাশিয়ানসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্যই এখানে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে এখানকার ব্যবসা-বাণিজ্যে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, ছয়-সাতদিন ধরে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। ডেইলি সেলটা আগের মত নেই, তুলনামূলক অনেক কম।
আরেক ব্যবসায়ী বলেন, ওদের মনের মধ্যে বিভ্রান্তি বা ভয় ঢুকে গেছে। সেক্ষেত্রে তাদের ঘোরাফেরা, কেনাকাটা অনেকটাই কমে গেছে। আগে যেভাবে আসতো, ঘুরতো, জিনিসপত্র দেখতো এখন সেভাবে আসে না। খুবই সীমিত হয়েছে তাদের চলাফেরা।
বিদেশিদের আনাগোনা কমে যাওয়ায় রূপপুরে বেচাকেনায় চলছে মন্দাভাব। তারপরও স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ এদেশের উন্নয়নে নিয়োজিত রাশিয়া-ইউক্রেনসহ সব দেশের নাগরিকরা।
এএইচ/