ইউক্রেন যুদ্ধে শিশু মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে: ইউনিসেফ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৯ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
প্রতিকী ছবি- আলেকজান্দ্রোস আভ্রমিডিস/রয়টার্স
টানা ১৫ দিন ধরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে। দু’দেশের মধ্যে চলমান তুমুল সংঘাতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শিশু মৃত্যু।
এ নিয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, “দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্রেনে ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি।”
তিনি আরও বলেছেন, “ইউক্রেনের ১০ লাখের বেশি শিশু পালাতে বাধ্য হয়েছে।”
এক বিবৃতিতে রাসেল বলেন, “বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা- যার মধ্যে রয়েছে হাসপাতাল, পানি, নিষ্কাশন ব্যবস্থা ও স্কুল, এসবের বিরুদ্ধে হামলা বিবেকহীন।” তিনি এসবের ওপর হামলা শিগগিরই বন্ধ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ইউক্রেনের শিশুদের গভীরভাবে শান্তি দরকার।”
এদিকে মারিউপোলে শিশু ও মাতৃসদন হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়ে এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
ইউক্রেন অভিযোগ করেছে যে, যখন যুদ্ধবিরতি কার্যকর ছিল সেসময় রাশিয়া হাসপাতালে বোমা হামলা করেছে।
ঐ হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বুধবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় মারিওপোল নগরীতে শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। মস্কোর এমন আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠার পর তিনি এ মন্তব্য করেন।
এসএ/