মারিউপোলে আবারও গোলাবর্ষণ শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলে আবার বোমাবর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।
ওই শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি পোস্ট দিয়ে বলছে যে রাশিয়ার বাহিনী শহরের কেন্দ্রে বৃষ্টির মতো বোমা ফেলছে। তারা বলছে আবাসিক এলাকাতেও উদ্দেশ্যমূলকভাবে বোমাবর্ষণ করা হচ্ছে। খবর বিবিসির
রুশ সৈন্যরা কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখে সেখানে আক্রমণ অব্যাহত রেখেছে। এর ফলে সেখানে বিদ্যুৎ, পানি ও খাদ্যের সঙ্কট তৈরি হয়েছে।
ইউক্রেন সরকার বলছে, মানবিক ত্রাণ-সাহায্য নিয়ে গাড়ির একটি বহর মারিউপোল শহরে পৌঁছাতে চেষ্টা করেছিল। কিন্তু আক্রমণের কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে।
এদিকে এই প্রথম রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে কোনও অগ্রগতি করতে না পারলেও মানবাধিকার সংকট অবসানে পদক্ষেপ নিতে একমত হয়েছে।
বৈঠকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ও রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ আলোচনায় অংশ নেন। এই বৈঠককে ‘গুরুত্বপূর্ণ সূচনা’ বলে উল্লেখ করেছেন।
এসি