ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আগুনে পুড়ল চট্টগ্রাম হকার্স মার্কেটের ৩০ দোকান

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১ এএম, ১২ মার্চ ২০২২ শনিবার | আপডেট: ০৯:২২ এএম, ১২ মার্চ ২০২২ শনিবার

চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে ৩০টির বেশি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত ১০টার দিকে হকার্স মার্কেটের মাঝামাঝিতে আদালত ভবনের পাহাড়সংলগ্ন দোকান ও গুদামে আগুন লাগে। 
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আাগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

তবে স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আগুনে ৩০টির বেশি দোকান পুড়ে গেছে। সবগুলোতে প্রচুর পরিমাণে কাপড় ছিল। যে কারণে আগুন লাগার পরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

জহুর হকার্স মাকের্টে তৈরি পোষাকের খুচরা ও পাইকারী ৯শ’র বেশি দোকান রয়েছে। এর আগে ২০১৯ সালের ১৯ অক্টোবরে এই মার্কেটে আগুনে শতাধিক দোকান পুড়ে যায়।

এএইচ/