ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ইয়েমেনে দুই মাসে ৪৭ শিশু নিহত: ইউনিসেফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২০ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার

ইয়েমেনে চলতি বছরের প্রথম দুই মাসে গৃহযুদ্ধে ৪৭ শিশু নিহত হয়েছে। দেশটিতে সহিংসতা বেড়ে যাওয়ার পর তাদেরকে এমন করুণ পরিণতি বরণ করতে হলো। 

শনিবার জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউনিসেফ জানায়, ইয়েমেনের এ গৃহযুদ্ধে ‘প্রথম ও গুরুতর ভোগান্তির’ শিকার হচ্ছে শিশুরা।

তারা আরো জানান, ২০১৫ সাল থেকে ছড়িয়ে পড়া এ যুদ্ধে  ১০ হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে।

ইয়েমেনে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি ফিলিপ দুয়ামাল এক বিবৃতিতে বলেন, “এ বছরের মাত্র প্রথম দুই মাসে ইয়েমেনের বিভিন্ন স্থানে ৪৭ শিশু নিহত বা বিকলাঙ্গ হয়েছে।”

প্রায় সাত বছর আগে এ সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে ১০ হাজার ২শ’ শিশু নিহত বা আহত হয়েছে বলে জাতিসংঘ জানায়। তবে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
এসএ/