ইউক্রেনের মেলিটোপল সিটি মেয়র অপহৃত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৭ পিএম, ১২ মার্চ ২০২২ শনিবার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ও কর্মকর্তারা বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় -মেলিটোপল নগরীর মেয়র শুক্রবার অপহৃত হয়েছেন। নগরীটি দখল করে রাখা রাশিয়ার সৈন্যরা তাকে অপহরণ করেছে। খবর এএফপি’র।
ইউক্রেনের পার্লামেন্ট টুইটার বার্তায় জানায়, রুশ দখলদার বাহিনীর একটি গ্রুপ মেলিটোপল নগরীর মেয়র ইভান ফেদোরভকে অপহরণ করেছে।
পার্লামেন্ট আরো জানায়, শত্রুদের সহযোগিতা করতে অস্বীকার করায় মেয়র ইভান ফেদোরভকে অপহরণ করা হয়।
তারা জানায়, অপহৃত হওয়ার সময় মেয়র সরবরাহ কাজে নগরীর দুর্যোগ কেন্দ্রে অবস্থান করছিলেন।
ইউক্রেনের পার্লামেন্টের দেয়া তথ্য অনুযায়ী, আরেক আঞ্চলিক কর্মকর্তা অপহৃত হয়েছেন এবং কয়েকদিন আগে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি মেলিটোপলের ১২০ কিলোমিটার উত্তরের জাপোরিঝিয়ার আঞ্চলিক পরিষদের উপ-প্রধান।
রাশিয়া আগ্রাসনের আগে, মেলিটোপোলে দেড় লাখের বেশি বাসিন্দা ছিলেন।
কেআই//