কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে রাশিয়ার তীব্র বোমা হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৮ এএম, ১৩ মার্চ ২০২২ রবিবার | আপডেট: ১০:৩০ এএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে এবং রাজধানী থেকে ২৫ কিলোমিটার দূরে রাশিয়ান ও ইউক্রেনের সৈন্যদের তুমুল লড়াইয়ের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে আর্টিলারি এবং বিমান হামলা চালিয়েছে।
ভ্যাসিলকিভ শহরের মেয়র নাটালিয়া বালাসিনোভিচের মতে, শনিবার ভোরে ভ্যাসিলকিভ শহরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান ঘাঁটি বিধ্বস্ত হয়েছে। এতে একটি তেলের ডিপো ধ্বংস হয়েছে বলেও তিনি জানান। অন্যদিকে, রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বালাসিনোভিচকে উদ্ধৃত করে বলেছে, রাশিয়ান রকেট ভ্যাসিলকিভের কাছে একটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান ব্যাটালিয়নের কৌশলগত ৩১টি গ্রুপ অকেজো করে দেওয়ার পর, রাশিয়া সেখানে আরও সৈন্য পাঠাচ্ছে। এই ঘটনাকে তিনি কয়েক দশকের মধ্যে রুশ সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি হিসাবে বর্ণনা করেছেন।
সূত্র: ভয়েস অব আমেরিকা
এসবি/