ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

দাম বাড়লেও দুর্ভিক্ষের আশঙ্কা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে নিত্য পণ্যের দাম বাড়লেও দুর্ভিক্ষের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান। তিনি বলেন, পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ আছে।

দেশে এখন খাদ্য শস্যের মজুদ আছে প্রায় প্রায় ১৮ লক্ষ মেট্রিক টন। এছাড়া আমদানি করা খাদ্য পণ্যের চেইনও নিশ্চিত আছে। এরপরও রাশিয়া ইউক্রেণ যুদ্ধের সুযোগ নিয়ে অসাধু ব্যাবসায়ীচক্র নিত্য পণ্যের দাম বাড়িয়ে চলেছে। এই পরিস্থিতিতে বিএনপি বলছে, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। 

তবে রোববার প্রধামন্ত্রীর ত্রাণ সামগ্রী শ্রমিকদের হাতে তুলে দিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশের কেন্দ্রীয় খাদ্য রিজার্ভ যাচাই করে দেখা হয়েছে। পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ আছে। নিত্য পণ্যের দাম বাড়লেও দুর্ভিক্ষের আশঙ্কা নেই। 

এসবের মাঝেও সরকার দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সরবরাহ করে যাচ্ছে। রোজার আগেই টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে দেয়া হবে কম দামে নিত্যপণ্য।

ভিডিওতে দেখুন-

এনএস//