ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কোভিড পজিটিভ বারাক ওবামা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:৫১ এএম, ১৪ মার্চ ২০২২ সোমবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে অসুস্থতার কথা জানান আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। 

টুইটার তিনি লেখেন, “আমি করোনা পজিটিভ। কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। তারপরই পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখন ভাল বোধ করছি।”

মার্কিন নাগরিকদের করোনা ভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি লেখেন, “মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি ইতিমধ্যে টিকা না নিয়ে থাকেন, তবে আপনাকে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিতও করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন।”

টুইটে ওবামা জানান, আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।

এসবি/