মিসাইল নিয়ে ভারতের ব্যাখ্যা মানতে নারাজ পাকিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের ছোড়া মিসাইলটি পাকিস্তানে আছড়ে পড়েছিল বলে ব্যাখ্যা দিয়েছে ভারত। তবে দেশটির এই ব্যাখ্যা মানতে নারাজ পাকিস্তান।
শনিবার রাতে পাকিস্তান এক দীর্ঘ বিবৃতিতে মন্তব্য করে জানিয়েছে, এরকম গুরুতর একটি ঘটনায় ভারতের নিজস্ব তদন্ত যথেষ্ট নয় এবং সত্যি কী ঘটেছিল সেটা জানতে দুই দেশকে এক সঙ্গে মিলেই তদন্ত করতে হবে।
যদিও এই যৌথ তদন্তের ব্যাপারে কোনও সাড়া দেয়নি ভারত।
তবে ঘটনাটি যে মারাত্মক বিপজ্জনক তা স্বীকার করেছেন দুই দেশের সামরিক বিশেষজ্ঞরা।
গত বুধবার সন্ধ্যায় ভারতের হরিয়ানায় সিরসা থেকে ছোড়া হয় একটি সুপার সনিক মিসাইল, যা সীমান্ত পেরিয়ে প্রায় ১২৫ কিলোমিটার ভেতরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে আঘাত হানে। যদিও ওই ক্ষেপণাস্ত্রে কোনও বিস্ফোরক বা ওয়ারহেড ছিল না।
পাকিস্তানের মাটিতে মিসাইলটি আছড়ে পড়ায় সম্পত্তির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
ভারত এটিকে নেহাত দুর্ঘটনা বলে দাবি করলেও পাকিস্তান সেই ব্যাখ্যা মানতে রাজি নয়।
সুত্রঃ বিবিসি
আরএমএ