আফগানিস্তানের গোর প্রদেশে তালেবানের নতুন বিধিনিষেধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৭ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
আফগানিস্তানের গোর প্রদেশে এবার স্মারকের ছবি তোলার ওপর বিধিনিষেধ আরোপ করলো তালেবান। প্রদেশটির তালেবান মিডিয়া উইং থেকে গত মঙ্গলবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
আদেশ অনুযায়ী, সেখানকার কোন মুসলমান পুরুষ দাড়ি কাটতে পারবে না এবং স্মারকের ছবিও তুলতে পারবে না। এ ছাড়া নারীদের পূর্ণাঙ্গ হিজাব পালনের নির্দেশ দেওয়া হয়েছে৷ কেউ তা অমান্য করলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে ওই নির্দেশনায় বলা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের মধ্য আগস্টে দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। অভিযোগ রয়েছে, ক্ষমতা দখলের পরই দেশটির নারীদের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে এমন সব কর্মকাণ্ড করে যাচ্ছে গোষ্ঠীটি।
আরও অভিযোগ রয়েছে যে, তালেবানের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো নারী ও মানবাধিকার কর্মীদের জোরপূর্বক চুপ করিয়ে রেখেছে ক্ষমতাসীন তালেবান।
এসি