ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

দুই বছর পর লালন আখড়ায় দোল উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়িতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দোল উৎসব ও গ্রামীণ মেলা। তিন দিনের এই উৎসব শুরুর আগেই লালন আখড়াবাড়িতে জড়ো হয়েছেন ভক্ত-অনুসারীরা। 

করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল এই আয়োজন। 

৩ দিনের এ উৎসবের সকল প্রস্তুতি এরইমধ্যে শেষ করেছে কর্তৃপক্ষ। মানুষকে ভালোবাসলে স্রষ্টার নৈকট্য লাভ করা যায়। এটিই হলো লালন মতাদর্শের সার কথা। 

এ উৎসবে মানুষের ভালোবাসায় সিক্ত হতে আখড়া বাড়ির আঙ্গিনায় সাধুর হাট বসেছে। উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

উৎসব শুরুর আগে চলে এসেছেন সাধু ফকিররা। তারা আসন গেড়ে বসেছেন ছেঁউড়িয়ায় লালন আখড়ায়। উৎসবে আসতে পেরে আগত সবাই খুশি। 

করোনার কারণে সরকারি নিষেধাজ্ঞায় ২০২০ সাল থেকে টানা দুই বছর বাউল সম্রাট ফকির লালন শাহর আখড়াবাড়িতে সব ধরনের উৎসব বন্ধ ছিল। 

এএইচ/