ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হিজাবে নিষেধাজ্ঞা জারি থাকলো কর্নাটকে

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার

হিজাব বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় উল্লেখ করে রায় ঘোষণা করেছে ভারতের কর্নাটক হাইকোর্ট। এর ফলে খারিজ হয়ে গেল হিজাবের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের আবেদন। 

কর্নাটক হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইণ্ডিয়া টুডে ও আনন্দবাজার জানিয়েছে, কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রীতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং বিচারপতি জেএম খাজির একটি পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে স্কুল ইউনিফর্ম নিয়ে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, স্কুল ইউনিফর্ম একটি যুক্তিসঙ্গত বিধিনিষেধ, যা সাংবিধানিকভাবে বৈধ। 

আদালত বলছে, স্কুলের পোশাক নিয়ে রাজ্য সরকারের যেকোনো আদেশ জারি করার ক্ষমতা রয়েছে। একইসঙ্গে মামলা সংক্রান্ত রিট পিটিশনও খারিজ করে দিয়েছে আদালত।

এদিকে হিজাব নিয়ে রায়ের জেরে গোলমালের শঙ্কায় কর্নাটক সরকার এক সপ্তাহের জন্য বেঙ্গালুরু শহরে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ম্যাঙ্গালুরুতেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত বন্ধ সমস্ত বড় জমায়েত। 

হিজাব নিয়ে বিতর্কের জেরে দক্ষিণ কর্নাটকের উদুপি, শিভামোগা-সহ যে জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছিল, সেখানে স্কুল-কলেজও সব বন্ধ রাখা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এসবি/