ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

মজুদকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার নির্দেশ আদালতের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৮:৫১ পিএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার

সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য মজুদকারীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ পর্যন্ত মজুদারির অভিযোগে গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা-ও জানতে চেয়েছেন হাইকোর্ট।

সম্প্রতি সয়াবিন তেলের মুল্য বৃদ্ধি নিয়ে ৩ আইনজীবী উচ্চ আদালতে রিট করেন। মঙ্গলবার সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন। 

এই বিষয়ে রিটকারীর আইনজীবী সৈয়দ মহিবুল কবির বলেন, ‘‘আমাদের একটি প্রতিযোগিতা আইন আছে, এই আইনে সিন্ডিকেশন নিষিদ্ধ। কোর্ট এই সিন্ডিকেশনের বিরেদ্ধে রুর জারি করেছে।’’

ওএমএস নীতিমালা অনুযায়ী সারাদেশে চাল, আটা, তেল, পেঁয়াজ ও ডাল রেশন কার্ডের মাধ্যমে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর এ পর্যন্ত গ্রেফতারকৃত মজুদদারদের সম্পর্কে আগামী ২৬ শে এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

সৈয়দ মহিবুল কবির বলেন, এই সিন্ডিকেশনের বিরুদ্ধে পর্যবেক্ষণের মাধ্যমে আইনত ব্যাবস্থা নিয়ে আগামি ২৬ তারিখ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আইনের ভেতর দিয়ে বছরের ৩৬৫ দিন কাজ চলমান থাকলে এমন পরিস্থিতি হতো না বলেও মন্তব্য করেছে হাইকোর্ট।

মহিবুল কবির আরও বলেন, কোর্ট বলেছে আইন অনুযায়ী সব কাজ করলে এরকম পরিস্থিতি থাকতো না। সিন্ডিকেশনের কথাও
অনেকবার বলেছে হাইকোর্ট।

শুধু রমজানের আগে বাজার তদারকি না করে সারাবছর মনিটরিং করার উপর জোড় দেন আদালত।

এমএম/