দু’বছর পর আবারও প্রাণবন্ত প্রাক-প্রাথমিকের শ্রেণীকক্ষ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০২ পিএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার | আপডেট: ১২:১০ এএম, ১৬ মার্চ ২০২২ বুধবার
দু’বছর পর ফের শিক্ষর্থীদের আগমনে প্রাণবন্ত প্রাক-প্রাথমিকের শ্রেণীকক্ষ। স্কুলে ভর্তি হলেও এতদিন অনলাইনেই চলেছে ক্লাশ। পরিচয় হয়নি বন্ধুদের সঙ্গেও। প্রথমবারের মতো সতীর্থদের কাছে পেয়ে আনন্দিত শিশুরা। এদিকে একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেও স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু হয়।
অপেক্ষার পালা শেষ করে অবশেষে শ্রেণী কক্ষে ফিরলো প্রাকপ্রাথমিকের শিশুরা। অনেকেই প্রথমবারের মতো চিনতে শিখলো নিজের স্কুল। করোনার অবরুদ্ধ দিনগুলো কাটিয়ে পুরো দমে স্কুলে ফিরছে সবশ্রেণীর শিক্ষার্থীরা।
দীর্ঘ বিচ্ছেদ কিন্তু চির চেনা পরিবেশে ফিরে যেন প্রাণ সঞ্চারিত সবার মাঝে। কোমলমতিদের একটাই প্রত্যাশা, কোন বাধা যেন দেয়াল হয়ে না দাঁড়ায় স্কুল ও পড়ুয়াদের মাঝে।
তাদের কাছে জানতে চাওয়া হয় স্কুলে এসে কেমন লাগছে? এমন প্রশ্নে একজনের উত্তর- ‘‘স্কুলে এসেছি অনেক ভালো লাগছে, এরকম প্রতিদিন হলে আরও ভালো লাগবে।’’
আরেকজনের উত্তর, ‘‘সবার সঙ্গে একসাথে ক্লাস করতে পেরে অনেক ভালো লাগছে।’’
শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত ছিল শিক্ষাঙ্গন।
স্বশরীরে পুরোদমে পাঠদানে উৎফুল্ল অভিভাবকরাও। তারাও তাদের মনের অভিব্যক্তি জানান,
একজন বলেন, ‘‘স্কুল- কলেজ-বিশ্ববিদ্যালয় চালু না হলে বাচ্চারা ঘরে থেকে অনেক রকমের মানসিক সমস্যা হয়ে যাচ্ছিলো।’’
আরেকজন বলেন, ‘‘আজকেই প্রথম তারা সব বন্ধুদের সঙ্গে একসাথে ক্লাস করছে, বিষয়টি অত্যন্ত আনন্দের।’’
রাজধানীর মতই সারাদেশের শিক্ষার্থীদের সরব উপস্থিতি আনন্দিত করেছে শিক্ষাপরিবারের সবাইকে। অনেকদিন পর শিক্ষক এবং শিক্ষার্থীরা দেখা হওয়ায় উৎসবমখর পরিবেশের সৃষ্টি হয়।
২০২০ সালের ১৭ ই মার্চের পর ৭ শ ২৬ দিন পর আবারো স্বভাবিক রুপ পেল স্কুল-কলেজ।
এমএম/