ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

এফএসআইবিএল ও আইডেশী’র রোহিঙ্গা ক্যাম্পে সচেতনতা কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২ পিএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: ও ইন্সটিটিউট ফর ডেভলপিং সাইন্স এ্যান্ড হেলথ্ ইনিসিয়েটিভস (আইডেশী)-এর যৌথ উদ্যোগে সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-১৩, এইচএমবিডি লার্নিং সেন্টার) বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষণ ও সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

থ্যালাসেমিয়া একটি মারাত্মক মৃত্যু ঝুঁকিপূর্ণ রোগ যা বাবা-মায়ের মাধ্যমে সংক্রমিত হয়। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব যদি একজন থ্যালাসেমিয়া বাহক অন্য আরেকজন থ্যালাসেমিয়া বাহককে বিবাহ না করেন। এজন্যই প্রত্যেক বিবাহযোগ্য ব্যক্তির থ্যালাসেমিয়া পরীক্ষা অত্যন্ত জরুরি। 

অনুষ্ঠানে, এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২১ বিজয়ী ও আইডেশী’র লিড ড. ফিরদাউসী কাদরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং এইচএমবিডি ফাউন্ডেশনের অপারেশনস ডিরেক্টর ড. আহমদ যোবায়ের মাহদি উপস্থিত ছিলেন।

এসি