ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

নাশকতার পরিকল্পনাকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৬ মার্চ ২০২২ বুধবার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নাশকতার পরিকল্পনাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি পিতা-পুত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উল্টাডাব গ্রামের রমজান সরকারের ছেলে হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন (৫০), তার ছেলে কামরুল ইসলাম (২০), কবিরুল ইসলাম (১৮) ও একই গ্রামের লিটন সরকারের ছেলে জাহিদ হোসেন (১৮)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, উল্টাডাব গ্রামে একটি পক্ষ নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে অভিযান চালানো হয়। এ সময়ে রামদা, ফালা, ঢালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এএইচ/