নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইফতিয়া-রাফি
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৬ মার্চ ২০২২ বুধবার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (নোবিপ্রবিডিএস) নতুন কমিটি গঠন করা হয়েছে।
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ইফতিয়া জাহিন রাইদাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই ব্যাচের সিএসটিই বিভাগের শিক্ষার্থী রাফি উল ইসলাম।
বুধবার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেট রুমী ভবনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি সৈয়দ মুমতাহিন মান্নান সিয়াম
বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন।
বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ও সদস্য সম্পাদক তাসনিম তাবাসসুম অরিনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি মডারেট ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি। সহকারী মডারেটর প্রভাষক এ,কিউ,এম সালাউদ্দিন পাঠান।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) পদে নির্বাচিত হয়েছেন সাকিব সালিম সাহিত্য ও সহ- সভাপতি (বিতর্ক) পদে সাবরিনা চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে
তাসনিম তাবাসসুম অরিন, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) তুর্জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম হৃদয়, কোষাধ্যক্ষ পদে মাহমুদুল হাসান লোমান, দপ্তর সম্পাদক পদে খাইরুন নাহার মুন্নী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাবিত মিয়া।
এছাড়াও সদস্য সম্পাদক মোঃ মুবদী ইসলাম, বিতর্ক ও কর্মশালা সম্পাদক পদে অয়ন ভৌমিক, অনুষ্ঠান ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহরিয়ার জামান সৈকত, স্কুল কলেজ বিষয়ক সম্পাদক মোঃ ফাহাদ হোসেন হৃদয়। সিনিয়র সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার তাহা, ফাতিমা জান্নাত রিন্তি, পূজা ধর, আহমেদ আরাফাত রিজভী, নাফিস ফুয়াদ বিন জামান।
অনুষ্ঠানে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেট সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি বলেন, "নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিগত প্রতিটি কমিটির নেতৃবৃন্দের কঠোর পরিশ্রমের উপর দাঁড়িয়ে আজকের ডিবেটিং সোসাইটি। সংগঠনটিকে সমৃদ্ধ করার লক্ষ্যে তাদের ত্যাগকে সবসময় মনে রাখবে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।"
"বিতর্ককে ভালোবেসে যারা নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জন্য কাজ করেছেন তাদেরকে জানাই কৃতজ্ঞতা। নোবিপ্রবি ডিবেটিং এতদূর আসার পিছনে সবচেয়ে বেশি আবদান আমাদের বিতার্কিকদের। নবনির্বাচিত কমিটির হাতের কর্মতৎপরতার মাধ্যমে এগিয়ে যাবে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি এ দোয়া ও শুভ কামনা রইল।
এসময়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহকারী মডারেটর প্রভাষক এ,কিউ,এম সালাউদ্দিন পাঠান বলেন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি পূর্বে থেকে এখন অনেক বেশি পরিপূর্ণ ও সমৃদ্ধ। ভবিষ্যৎ নেতৃত্বের হাত ধরে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আরো বেশি অর্জন করবে এ প্রত্যাশা করি।
এসি