ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

নদী রক্ষায় কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১৬ মার্চ ২০২২ বুধবার

দূষণের কবলে দেশের বেশিরভাগ নদ-নদী। নাব্যতা হারানোর পাশাপাশি আছে মারাত্মক পরিবেশ বিপর্যয়।  তুরাগ নদ ও সংযোগ খালের দূষণ পরিদর্শন করে বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে বাঁচানো যাবে না নদী। আর আগামী এক বছরের মধ্যে নদী রক্ষায় কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিলেন চেয়ারম্যান।

ঢাকার আশপাশের নদ-নদীগুলো দখল-দূষণে মৃত প্রায়। দেশের যেক’টি নদ-নদী অস্তিত্ব হারানোর পথে তার মধ্যে অন্যতম তুরাগ। 

তুরাগ নদ ও এর সংযোগ খাল পরিদর্শণ করে বিশেষজ্ঞরা জানালেন, সমন্বিত উদ্যোগ এবং নদী রক্ষা কমিশনের সুপারিশ পাশ কাটালে নদীকে বাঁচানো যাবেনা। এ অবস্থায় দখলের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ারও তাগিদ তাদের। 

এ বিষয়ে পরিবেশ বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল হান্নান খান বলেন, ‘‘এই নদীটাকে মনে করা হয় একটা ময়লা ফেলার জায়গা। এখন এটা যদি হয় আমাদের চিন্তা-ভাবনা, তাহলে নদীকে বাচানো যাবে না। ’’

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী জানান, নদ-নদীর পানি স্বচ্ছ ও দূষণমুক্ত করতে সংশ্লিষ্ঠ দপ্তরগুলোকে যে  সুপারিশ করা হয়েছিলো আগামী এক বছরের মধ্যে তাদেরকে তা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ‘‘দূষণমুক্ত নদীতে রুপান্তরিত করতে যা যা করা দরকার, তা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় সুপারিশ জানাচ্ছি।’’ 
 
সুপারিশ বাস্তবায়নে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। 

এমএম/