ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমাংশে ২০ কিলোমিটার জুড়ে যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশের সংযোগ সড়ক চার লেনে নির্মাণ ও নলকা সেতুতে সংস্কারের কাজ চলার ফলে এক লেন দিয়ে চলছে গাড়ি। এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে টানা তিন দিন ধরে এ পথে দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরবঙ্গবাসী। 

বৃহস্পতিবার সকালে সেতুর গোলচত্তর সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজট দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।

সংযোগ সড়ক চার লেনে নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় গত মঙ্গলবার (১৫ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যা বৃহস্পতিবারও অব্যাহত ছিল। এদিন দুপুর দুটা পর্যন্ত ঢাকা ও উত্তরবঙ্গগামী দুটি লেনেই ছিল যানজট। 

মহাসড়কে যানজটের কারণে বিভিন্ন যানবাহন সিরাজগঞ্জ শহরের ভিতর ও কয়েকটি আঞ্চলিক সড়ক ব্যবহার করছে। ফলে ওই সড়কে দেখা দিয়েছে যানজট। 

এদিকে টানা কয়েকদিনের যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও পণ্য ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন হতাশার কথা।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, মহাসড়কের নলকা সেতুর পশ্চিম অংশে সংস্কার কাজ শুরু হওয়ায় একমুখী সড়কে যান চলাচল করছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে তা নিরসনে কাজ করছে পুলিশ।

এএইচ/