নদীতে গোসল করতে নেমে ডুবে গেল দুই বোন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৮ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সহোদর দুই বোন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার দুপুরে সজিনা আক্তার (১০) ও সানজিদা বেগম (৬) নদীতে গোসল করতে নেমে আর ফিরে আসেনি। তারা দুজন উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের শাহাজাহান আলীর মেয়ে।
নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই বোনসহ এলাকার পাঁচ শিশু মিলে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে নেমে খেলা করছিল। হঠাৎ সানজিদা নদীর গভীর গর্তে তলিয়ে যায়। এসময় বোন সজিনা তাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেও ওই গর্তে তলিয়ে যায়।
এ সময়ে বাকি শিশুরা চিৎকার শুরু করে এবং দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘন্টাব্যাপী খোঁজাখুঁজির পর নদীর ওই গর্ত থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে, জানান ইউপি চেয়ারম্যান।
পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, কতিপয় ব্যক্তি কিছুদিন আগে ওই নদী থেকে বালু উত্তোলন করায় সেখানে গভীর গর্ত সৃষ্টি হয়েছে এবং সেই গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ/