ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

কোভিড: বিশ্বব্যাপী আক্রান্ত সাড়ে ৪৬ কোটি ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সামগ্রিকভাবে সাড়ে ৪৬ কোটি ও মৃতের সংখ্যা ৬০ লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। 

ডব্লিউএইচও-র দেয়া তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত ৪৬ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং একই সময় ৬০ লাখ ৮৮ হাজার ৮৪৯ জন প্রাণ হারিয়েছেন। 

যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৭৫ হাজার ৩১ জন এবং মৃত্যু বরণ করেন ৭ হাজার ৪৯১ জন।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করেছে।

এদিকে, সারাবিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত মোট ৮ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৮৮৩ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হন। 

এদিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে ৪ কোটি ৩০ লাখ ৪ হাজার ৫ জন, তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৬৪০ জন, চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে ২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ১৯৪ জন ও পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে ২ কোটি ১ হাজার ৬২৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে মৃতের দিক থেকেও প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট ৯ লাখ ৯৬ হাজার ৭২ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছেন। এদিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৬ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন, তৃতীয় অবস্থানে থাকা ভারতে ৫ লাখ ১৬ হাজার ৩১২ জন, চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় ৩ লাখ ৬৩ হাজার ৫৬৩ জন ও পঞ্চম স্থানে থাকা মেক্সিকোতে ৩ লাখ ২১ হাজার ৮০৬ জন এ ভাইরাসে মারা গেছেন।

এনএস//