ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাগেরহাটে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০১:২০ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাগেরহাটে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে। পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা।

রোববার (২০ মার্চ) সকালে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনতোষ কুমার মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে আমাদের খুব ভাল লাগছে। আগে লাইনে দাঁড়িয়ে পণ্য পেতে হত। তাতে নানা ধরণের বিড়ম্বনা ছিল। কিন্তু এখন কার্ড নিয়ে আসলাম, ডিলার আমাদের পণ্য দিলেন। এই পদ্ধতি আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে।

টিসিবির ডিলার রাসেল বলেন, আগে আমাদের পণ্য প্যাকেট করতে হত, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হত, পণ্যের থেকে অতিরিক্ত লোক আসতেন। তাদের সামাল দিতে অনেক ঝামেলা পোহাতে হত। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্যাকেট করে আমাদের দেওয়া হচ্ছে। উপকারভোগীও কোন প্রকার ঝামেলা ছাড়াই পণ্য নিতে পারছেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, প্রথম দিনে জেলায় ৬ হাজার উপকারভোগীদের মাঝে টিসিবির পণ বিতরণ করা হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত জেলার ৮১ হাজার ৯১৩টি পরিবার স্বল্প মূল্যে টিসিবির পণ্য পাবেন।  

প্রতিটি পরিবার ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও চিনি পাচ্ছেন। একটি প্যাকেজের জন্য ব্যয় হবে ৪৬০ টাকা।

এএইচ/