কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল পরিমাণ মৃত মাছ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে এসেছে।
শনিবার সন্ধ্যায় ভাটার সময় এসব মৃত মাছগুলো ভেসে আসতে থাকে।
স্থানীয়রা জানান, কলাতলী সৈকতের আধা-কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ হিসেবে পরিচিত। তবে এই মাছের শুদ্ধ নাম ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জোয়ার শুরু হলে মৃত মাছগুলোর বেশির ভাগই সাগরে চলে যায়। তবে স্থানীয়দের ধারণা, ভাটার সময় আবারও মাছগুলো ভেসে আসতে পারে।
বাংলাদেশ সমু্দ্র গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাইদ মো: শরীফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বোঝা যায় সাগরে কোন ধরণের পরিবেশ দূষণ হয়নি। কারণ, পরিবেশ দূষণ হলে মাছের সাথে অন্যান্য সামুদ্রিক পোকা মাকড়রাও মারা যেত।
তবে মাছগুলো কোন জেলের ফিশিং বোট দুর্ঘটনায় ভেসে আসতে পারে বলে জানান তিনি।
ঘটনাস্থলে বৈজ্ঞানিক কর্মকর্তারা কাজ করছেন। আরও পরিক্ষা-নিরীক্ষা করার পর বিস্তারিত জানা যাবে।
এএইচ/