ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ইউক্রেনের মারিওপোলে স্কুলে ভয়াবহ বোমা হামলা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার

রাশিয়ান সেনাদের ছোঁড়া বোমা আছড়ে পড়েছে ইউক্রেনের মারিউপোলের একটি আর্ট স্কুলে। আর ভয়াবহ এই বোমা হামলা রাশিয়া চালিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সিটি কাউন্সিল। বোমা বিস্ফোরণের সময় স্কুলটিতে নারী ও শিশুসহ চার শতাধিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।

স্কুল ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংস্তূপে আটকা পড়েছেন অনেকে। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানাতে পারেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার একদম কাছকাছি ইউক্রেনের মারিউপোল শহর। শহরটিতে রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত থাকায় সেখানে সংবাদ সংগ্রহ বেশ ঝুঁকি হয়ে পড়েছে।

যোগাযোগ ব্যবস্থায় ভেঙে পড়ায় সংবাদমাধ্যম বিবিসি তাৎক্ষণিকভাবে হামলার সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে, ইউক্রেনের মারিউপোল শহরে রুশ বাহিনীর অবরোধকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ সীমান্তবর্তী ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি অবরোধ করে রেখেছে রাশিয়ান বাহিনী।

রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুশ বর্বরতার নিন্দা জানান জেলেনস্কি।

তিনি বলেন, "একটি শান্তিপূর্ণ শহরকে দখল করতে যা করেছে তা সন্ত্রাসী কার্যকলাপ। যা আগামী শতাব্দী পর্যন্ত স্মরণ করা হবে।"

সুত্রঃ বিবিসি

আরএমএ