ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রঙিন পর্দায় শরতের ‘শ্রীকান্ত’

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:২৬ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

শরৎচন্দ্রের উপন্যাস বাঙালির মনিকোঠায় রয়েছে অন্যতম স্থানে। আর সেই উপন্যাসগুলোর মধ্যে বহুল পঠিত ‘শ্রীকান্ত’। জনপ্রিয় এই উপন্যাসকে হইচই প্ল্যাটফর্ম দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে নতুন আঙ্গিকে।

সানি ঘোষ রায়ের পরিচালনায় তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’। তাতে রাজলক্ষ্মী হয়েছেন সোহিনী সরকার ও তার শ্রীকান্ত হিসেবে রয়েছেন ঋষভ বসু। জানা যায়, শরৎচন্দ্র বসুর কাহিনিকে নতুন সময়ের প্রেক্ষাপটে সাজিয়েছেন পরিচালক সানি।

অভিনয়ে দক্ষতা দেখিয়ে বেশ নাম করেছেন সোহিনী। আর এবার তার তালিকাতেই নতুন সংযোজন রাজলক্ষ্মীর এই চরিত্র। অন্যদিকে শ্রীকান্ত হিসেবে অভিনয় করতে পেরে খুশি ঋষভ। ঋষভ জানান, ছোটবেলা থেকেই এই উপন্যাস তার প্রিয়।

এমন বহেমিয়ান প্রেমিকের চরিত্র অনেক বাঙালি যুবকেরই ফ্যান্টাসি। তবে আলাদা করে অতিরিক্ত অভিনয় করার চেষ্টা করেননি ঋষভ। নিজের স্বাভাবিকত্বকে রসদ করেই জনপ্রিয় চরিত্রকে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বলে জানা যায়। 

এপ্রিল মাস থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘শ্রীকান্ত’।  গণমাধ্যম সূত্রে জান যায়,  টালিউডের আরও একাধিক তারকাকে দেখা যাবে নতুন এই সিরিজে।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

আরএমএ