ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চিলমারীতে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

কুড়িগ্রামের চিলমারীতে গোয়াল ঘরের আগুনে পুড়ে গেল দিনমজুর কৃষক আব্দুর সামাদ হোসেনের স্বপ্ন। আগুনে পুড়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। মাঝ রাস্তা থেকেই ফিরে যায় গাড়ি।

রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের চর পাত্রখাতা গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক আব্দুর সামাদ হোসেন বলেন, “গোয়াল ঘরের আগুনে বসত বাড়িসহ ৩টি গরু, ১টি ছাগল, ২০টি হাঁস মুরগী পুড়ে যায়। রক্ষা করতে পারেননি ঘরের আসবাবপত্রও । এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি দিনমজুর এই কৃষকের। 

ফায়ার সার্ভিস বিভাগের উপজেলা ইউনিটের ইনচার্জ খোবরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেও রাস্তা না থাকায় ফিরে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি আরও বলেন, “আমরা তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান আগুন নিভানো হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা।
এসএ/