নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার
শীতলক্ষ্যায় কার্গো চাপায় লঞ্চডুবির ঘটনার পর নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল।
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চ টার্মিনালের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এই পথে চলাচলকারী লঞ্চগুলো। ঘাটের ইজারাদারের লোকজনও যাত্রীদের এই নৌপথ থেকে ফিরে যেতে বলছেন।
এদিকে এই নির্দেশনার পর দুপুর ১২টায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি সংবাদ সম্মেলন ডেকেছে।
গত রোববার দুপুর ২টা ১০ মিনিটে দ্রুতগামী পণ্যবাহী কার্গো জাহাজ এম ভি রূপসী-৯ পেছন থেকে ধাক্কা দিয়ে এবং ঠেলে লঞ্চটিকে ডুবিয়ে দেয়। লঞ্চডুবির ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় সকাল ১০টা পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এসএ/