ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নিটল মটরস নিয়ে এলো ট্রাক টাটা ‘এলপিটি ষোল তের কিং’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

টাটা মটরস এবং এর একমাত্র ডিস্ট্রিবিউটর নিটল মটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন সাশ্রয়ী বানিজ্যিক গাড়ি ‘এলপিটি ষোল তের কিং’। দেশের পণ্য পরিবহন ব্যবস্থার এক নতুন সমাধান হবে ‘ষোল তের কিং’। 

সোমবার (২১ মার্চ) নতুন সাশ্রয়ী এ গাড়ির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘এই ক্যাটাগরিতে ‘১৬১৩ কিং’ সবচেয়ে সাশ্রয়ী একটি ট্রাক। ফলে যারা পরিবহন ব্যবসায় আসতে চাচ্ছেন তাদের জন্য এটি হবে উপযুক্ত গাড়ি। এই গাড়ির এমন কিছু শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে যা ভারী ও অধিক পণ্য পরিবহনের কাজকে সহজতর করবে। এটি অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী এবং গাড়ির সাথে আপনি পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি। আমি আশা করছি দেশের পরিবহন ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সৌমিত্র পল (হেড অফ মার্কেটিং কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল বিজনেস - টাটা মটরস)। আরও উপস্থিত ছিলেন আব্দুল মারিব আহমাদ (ভাইস চেয়ারম্যান, নিটল নিলয় গ্রুপ), মুহাম্মাদ সেলিম (ফাইন্যান্স ডিরেক্টর, নিটল মটরস লিমিটেড), মোহাম্মদ তানবীর শহীদ (সিইও, সেলস এন্ড মার্কেটিং, নিটল মটরস লিমিটেড)। 

অনুষ্ঠানে জানানো হয়, শক্তিশালী ও নির্ভরযোগ্য যন্ত্রাংশে তৈরি ‘এলপিটি ১৬১৩ কিং’ রকমারি পণ্য পরিবহনে ব্যবহার করা যাবে। টাটা মটরসের আধুনিক ইঞ্জিনিয়ারিং সিস্টেম দ্বারা সমর্থিত, এলপিটি ষোল তের কিং বিএসআইআইআই টিসিআইসি উন্নত কেবিন প্রযুক্তি, রেডিয়াল টায়ার, উচ্চতর জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা এবং উন্নত গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সমন্বয়ের মাধ্যমে অধিকতর ভালো পারফরম্যান্স প্রদান করে।

আরও বলা হয়, ‘এলপিটি ১৬১৩ কিং’ রেঞ্জের বিশেষত্ব হচ্ছে এর নির্ভরযোগ্যতা এবং বিভিন্ন ধরন। একাধিক হুইলবেস এবং বডি অপশন থেকে আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে পারেন, যা অধিক লোড বহন করে এবং আপনার উপার্জনকে বাড়িয়ে দেয়। পাশাপাশি এলপিটি ১৬১৩ কিং থেকে আপনি পাবেন, ধারাবাহিক উচ্চ মাইলেজ এবং নির্ভরযোগ্য কর্মক্ষমতা, যা আপনাকে বছরের পর বছর ধরে একটি স্থির আয়ের নিশ্চয়তা দেয়।

টাটা জিবিএস ৬০০ গিয়ারবক্স যুক্ত নির্ভরযোগ্য ইঞ্জিনের এলপিটি ১৬১৩ কিং সার্বিক অপারেটিং খরচ কমিয়ে দেয় এবং অধিক মুনাফা অর্জনের দরজা খুলে দেয়। পাশাপাশি এই গাড়ির রেডিয়াল টায়ার, শক্তিশালী সাসপেনশন এবং রেয়ার এক্সেল (আরএ ১১০) বাংলাদেশের ড্রাইভিং কন্ডিশনের জন্য খুবই উপযোগী। এই ট্রাকের উন্নত কেবিন ও এন্টি লক ব্রেকিং সিস্টেম দেয় নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিং এর অভিজ্ঞতা।

এসি