ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

লালজ‌মিনের ৩০০তম মঞ্চায়ন বুধবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার

মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত মঞ্চ নাটক ‘লালজমিন’ এর ৩০০তম প্রদর্শনী হ‌তে যা‌চ্ছে।

একক অভিনয়ে বাংলাদেশের কোনো নাট‌কের ৩০০তম প্রদর্শনী এই প্রথম।

শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘লালজমিন’ নাটকটি রচনা করেছেন সদ্য প্রয়াত নাট্যকার মান্নান হীরা, নিদের্শনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী এবং একক অভিনয়ে মোমেনা চৌধুরী।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেইলী রোডের মহিলা সমিতির নী‌লিমা ইব্রাহিম মঞ্চে ৩০০তম প্রদর্শনী উপল‌ক্ষে বি‌শেষ অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

অনুষ্ঠানের ম‌ধ্যে র‌য়ে‌ছে সন্ধ্যা ৬টা ৩০ মনিটে প্রদীপ প্রজ্বলন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক প্রদর্শনী।

মাইলফলক প্রদর্শনী উপল‌ক্ষে অনুভূ‌তি ব্যক্ত ক‌রে অভিনেত্রী মোমেনা চৌধুরী ব‌লেন, “লালজমিনের ৩০০তম মঞ্চায়ন ভাবতেই শিহরিত হচ্ছি। একজনমে একটি নাটক নিয়ে বাংলার ৬৪ জেলায় যাওয়া, অজস্র মানুষের ভালোবাসা পাওয়া এ আমাদের অনেক বড় প্রাপ্তি। ৩৮ বছরের থিয়েটার জীবনে নানা প্রতিকুল প্রতিকুল-অনুকূল পরিস্হিতির মধ্য দিয়ে আজকের এই অর্জন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এসএ/