এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন আদুরী!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামে এক গৃহবধূ। মঙ্গলবার (২২ মার্চ) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডে অস্ত্রপচারের মাধ্যমে তিন কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। মা সুস্থ আছেন। নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। দীর্ঘ চিকিৎসার পর একপর্যায়ে অন্তঃসত্ত্বা হন আদুরী। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায়, তার গর্ভে চারটি সন্তান। পরে চিকিৎসকদের পরামর্শে আশাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে গাইনি বিভাগের রেজিস্ট্রার ডা. ফারহানা ইয়াসমিন ইভার নেতৃত্বে কয়েকজন চিকিৎসকের সফল অস্ত্রপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।
আদুরীর স্বামী মনিরুজ্জামান বাঁধন বলেন, ‘মঙ্গলবার সকালে আদুরীকে হাসপাতালে ভর্তি করি। রাত ৯টা ৪০ মিনিটে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়। নবজাতকরা ভালো রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। মা ও সন্তানদের জন্য দোয়া চাই।’
ডা. ফারহানা ইয়াসমিন জানান, ৪ সন্তান ও তাদের মা সুস্থ আছেন। তাদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেআই//