যুদ্ধাপরাধে খালেক মণ্ডলসহ ২ জনের মৃত্যুদণ্ড
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩২ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ দুই জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণসহ মানবতাবিরোধী ছয়টি অপরাধ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এজলাস কক্ষে উপস্থিত ছিলেন আব্দুল খালেক মন্ডল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন— খান রোকনুজ্জামান। তিনি পলাতক রয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন উপস্থিত ছিলেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহীন উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ মার্চ রায় ঘোষণার জন্য ২৪ মার্চ দিন ধার্য করা হয়।
এসএ/