ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

শেখ আমেনা বেগমের মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১০ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সেজ বোন সাবেক মন্ত্রী শহীদ আবদুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী, বর্ষীয়ান জননেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মাতা ও বাাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নানি শেখ আমেনা বেগম এর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আমার নানি বঙ্গবন্ধুর সেজ বোন শেখ আমেনা বেগম ছিলেন অত্যন্ত সহজ-সরল মানুষ। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে আহত হয়েছিলেন এবং শরীরে গুলি নিয়েই বেঁচে ছিলেন। তিনি হারিয়েছিলেন স্বামী, পুত্র সন্তান ১ নাতনীকে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই যন্ত্রণা বয়ে বেড়িয়েছেন। বাবা-মাকে হারিয়ে আমাদের এতিম দুই ভাইকে তিনিই মানুষ করেছেন।

এসি