ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

তালেবানের প্রতি বালিকা বিদ্যালয় খুলে দেয়ার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার

যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে বালিকা মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেয়ার তালেবানের সিদ্ধান্তের বৃহস্পতিবার নিন্দা জানিয়েছে। দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেন। 

কট্টরপন্থী এ ইসলামি সংগঠনকে তাদের এমন সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান তারা। খবর এএফপি’র।

ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, নরওয়ে ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধির দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, তালেবানের বুধবারের এ সিদ্ধান্ত জাতীয় কমিউনিটিতে একজন সম্মানিত সদস্য হওয়ার আফগানিস্তানের উচ্চাকাক্সক্ষা এবং এ গ্রুপের ন্যায্যতা পাওয়ার সম্ভাবনাকে ক্ষতি করবে।

পশ্চিমা বিশ্বের দেশগুলোর দেয়া ঐ বিবৃতিতে বলা হয়, ‘তালেবানের এমন পদক্ষেপ আফগান জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দেয়া তাদের সরকারি আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে।’

তারা এমন সিদ্ধান্ত থেকে জরুরি ভিত্তিতে সরে আসতে তালেবানের প্রতি আহ্বান জানান। তাদের এ ধরনের সিদ্ধান্ত নারী শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্ষতিকর হবে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে নেয়ায় গত আগস্টে তালেবান দেশটির ক্ষমতা দখল করে।

এতে আরো বলা হয়, এ সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে তা সামাজিক সংযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আফগানিস্তানের সম্ভাবনার অনেক ক্ষতি হবে।

এসি