স্বাধীনতা দিবসে বিশেষ আয়োজনে তারিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩২ এএম, ২৬ মার্চ ২০২২ শনিবার
বহুমাত্রিক দক্ষতায় সমৃদ্ধ তিনি। অভিনয় থেকে নৃত্য, তার সঙ্গে গান- সবকিছুতেই পারদর্শী জনপ্রিয় অভিনয় শিল্পী তারিন জাহান। এবার তাকে ২৬শে মার্চ, স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনে নৃত্য পরিবেশনা করতে দেখা যাবে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের একটিতে নৃত্য পরিবেশন করবেন তারিন।
এ নিয়ে অভিনেত্রী ও নৃত্যশিল্পী তারিন সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাচের ভঙ্গির কিছু ছবিও পোস্ট করেছেন। সেখানে তিনি নিশ্চিত করেছেন যে, বিটিভিতে ২৬শে মার্চের অনুষ্ঠানের জন্য তার এ পরিবেশনা। তার এ নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং সহশিল্পী হিসেবে থাকছে সোহাগ ড্যান্স গ্রুপের সদস্যরা।
এই বিষয়ে তারিন বলেন, “বিশেষ দিনে পারফর্ম করতে সবসময়ই ভালো লাগে। উপভোগ করি বেশ। আর সেটা যদি হয় পছন্দের টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন তাহলে তো অন্যরকম আনন্দ কাজ করে। আশা করি ভালো লাগবে আমার পরিবেশনা।”
বর্তমান সময়ে তারিন ওয়েব প্ল্যাটফর্ম, নাটক এবং স্টেজে দারুণ দক্ষতা দেখাচ্ছেন।
আরএমএ/ এসএ/