পাহাড় থেকে ৫০ ফুট গভীর খাদে পড়ল বিয়ের বাস, নিহত ৭
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুরে বিয়ের বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে সাত জনের। আহত হয়েছেন ৪৫ জন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চালকের অবহেলার কারণেই বাসটি পাহাড় থেকে খাদে পড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে যায় চিত্তুরের ভাকারাপেট এলাকায়। এই ভাকারপেট মন্দির শহর তিরুপতি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাত বাস আরোহীর মৃত্যু হয়। আরও ৪৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন চিকিত্সক।
বাসটি অনন্তপুর জেলার ধর্মভরম থেকে ৫২ জনের বিয়ের পার্টি নিয়ে চিত্তুরের নাগরির কাছে একটি গ্রামে যাচ্ছিল। বাসটি ঘাট রোড দিয়ে যাওয়ার সময় আদুপুতপ্পি উপত্যকায় পড়ে যায়। বাসটি পাশের দেয়ালে ধাক্কা খেয়ে পিছলে যায় বলে অনুমান করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসবি/