সেপটিক ট্যাংকি থেকে মন্দিরের মূর্তি-স্বর্ণালংকার উদ্ধার
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার | আপডেট: ০৩:২৩ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
ভোলার ভদ্রবাড়ি শ্রী শ্রী হরি মন্দিরের গ্রিল ভেঙে চুরি হওয়া ১০টি পিতলের রাধা গোবিন্দ মূর্তি ও বিগ্রহ, দুই ভরি স্বর্ণালংকার, পিতলের মূল্যবান জিনিসপত্র, নগদ ১১ হাজার টাকা উদ্ধার করেছে ভোলা সদর থানা পুলিশ।
রোববার দুপুরে ভোলা মডেল থানার মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ফরাদ হোসেন।
পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কাজলের নেতৃত্ব পুলিশের বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। ঘটনার ৬ দিনের মধ্য ডোমপট্টির সুমনের বাড়ির সেপটিক ট্যাংকি থেকে চুরি যাওয়া মূর্তিগুলো উদ্ধার করে পুলিশ।
এ সময় সুমন, নয়ন ও নূরে আলমকে গ্রেফতার করা হয়েছে।
স্বল্প সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার করায় পুলিশকে অভিনন্দন জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
এএইচ/