জাবিতে চার দিনব্যাপী যাত্রা উৎসব শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২২ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার | আপডেট: ১১:২৩ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
বিশ্ব নাট্য দিবস-২০২২ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হলো চার দিনব্যাপী যাত্রা উৎসব। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই উৎসবের আসর বসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন প্রাঙ্গণের মৃৎমঞ্চ চত্বরে।
উৎসবের প্রথম দিন আজ রোববার (২৭ মার্চ) সকাল ১১টায় একটি আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে বের হয়ে অমর একুশে’র পাদদেশ পর্যন্ত প্রদক্ষিণ করে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম এই উৎসবের উদ্বোধন করা হয়।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদের সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান।
এরপর রাত ৮টায় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে পরিবেশিত হয় চার দিনব্যাপী যাত্রা উৎসবের প্রথম পরিবেশনা যাত্রাপালা: রাজিয়া সুলতান (পালাকার : ড. আজহারী রিপন, নির্দেশনা : আতিকুল ইসলাম ও সৈয়দ মুহম্মদ জুবায়ের)।
উৎসবের দ্বিতীয় দিন (২৮ মার্চ ২০২২; সোমবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৬টায় ও ৭টায় পরীক্ষার্থী নির্দেশক রাহুল প্রসাদ দাস ও মো. মাইনুল ইসলামের নির্দেশনায় পরিবেশিত হবে যথাক্রমে গম্ভীরা পালা : নাতির বিয়ের ব্যর্থ স্বপ্ন ও গাজির গান।
সন্ধ্যা সাড়ে ৭টায় হবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় ও মহিবুর রৌফ শৈবালের নির্দেশনায় পরিবেশিত হবে যাত্রাপালা ‘আলোর পানে যাই’ (পালাকার : আহমেদ আমিনুল ইসলাম, নির্দেশনা উপদেষ্টা : রেজা আরিফ)।
উৎসবের তৃতীয় দিন (২৯ মার্চ ২০২২; মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় ও পরীক্ষার্থী নির্দেশক খন্দকার রাকিবুল হকের নির্দেশনায় পরিবেশিত হবে পদ্মপুরাণ গান।
সন্ধ্যা ৭টায় একই প্রযোজকের আয়োজনে ও পরীক্ষার্থী নির্দেশক ফয়সাল আব্দুল্লাহ নির্দেশনায় পরিবেশিত হবে গাজির পালা। সন্ধ্যা সাড়ে ৭টা পরীক্ষার্থী নির্দেশক শাহাদাত নোমানের নির্দেশনায় পরিবেশিত হবে অরবুলা সুন্দরীর পালা।
সন্ধ্যা ৮টায় তাপস সরকারের নির্দেশনায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় যাত্রাপালাঃ বাংলার বীর ঈশা খাঁ (পালাকার : শ্যামল দত্ত) পরিবেশিত হবে।
উৎসবের চতুর্থ ও শেষ দিন বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় মিনিটে সমাপনী আয়োজনে স্বাগত বক্তব্য রাখবেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ।
ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখবেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী, বিশিষ্ট যাত্রা ব্যক্তিত্ব তাপস সরকার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন ও কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি হেপাটরি যাত্রাদলের প্রযোজনায় যাত্রাপালা : নিঃসঙ্গ লড়াই (পালাকার : মাসুম রেজা, প্রযোজনা উপদেষ্টা : লিয়াকত আলী লাকী) পরিবেশনের মাধ্যমে পর্দা নামবে চার দিনব্যাপী এই যাত্রা উৎসবের।
কেআই//