২৬ মার্চে টাকা তুলে থানায় ভুড়িভোজ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩৯ এএম, ২৮ মার্চ ২০২২ সোমবার | আপডেট: ০৮:৪২ এএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
স্বাধীনতা দিবস পালন উপলক্ষে টাকা তুলে সাতক্ষীরার কলারোয়ায় থানায় ভুড়িভোজের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ মার্চ) রাতে এবার ১২ ইউনিয়নের চেয়ারম্যান, সীমান্তের চোরাঘাট মালিকদের থানায় ডেকে নিয়ে ভুড়িভোজ করান কলারোয়া থানা পুলিশ। সেখানে ইটভাটা মালিকও ছিল বলে জানা গেছে।
যা কলারোয়া থানার সিসি টিভিতে রেকর্ড রয়েছে।
এ বিষয়ে অধিকাংশ ইউপি চেয়ারম্যান জানান, ২৬ মার্চ উপলক্ষে ওসির নির্দেশে তাদের চেয়ারম্যান প্রতি ৫ হাজার টাকা করে ধরা হয়। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিটের দারোগার মাধ্যমে ওই টাকা থানার ওসি সংগ্রহ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইটভাটা মালিক জানান, চাঁদার টাকা তিনি মিনাজ নামের এক ব্যক্তির মাধ্যমে থানায় জমা দিয়েছেন।
এক ইউপি চেয়ারম্যান বলেন, “এটা নতুন বিষয় নয়, প্রতি অনুষ্ঠানে থানা-পুলিশকে টাকা দিতে হয়। আমি ৫ হাজার টাকা দিয়েছি, রাতে একা যেয়ে গরুর মাংস, ছাগলের মাংস, মুরগীর মাংস এবং দই দিয়ে ভাত খেয়ে এসেছি।”
ওই সময় একজন চোরাঘাট মালিককেও থানায় ভাত খেতে দেখেছেন তিনি।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন, “এরকম বিষয় তার জানা নেই, দাওয়াতি মেহমানের সাথে যদি কেউ এসে খেয়ে যায়, সেটা তো তার ওই সময়ে দেখার বিষয় নয়।”
এদিকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য খুলনা বিভাগীয় পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার সচেতন জনগণ।
এএইচ/