ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মা-বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

বাগেরহাটের কচুয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে সুলপ্ত মজুমদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

রোববার (২৭ মার্চ) রাতে উপজেলার আন্ধারমানিক গ্রামে নিজ বাড়ির আড়ায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় থেকে পরিবারের সদস্যরা। 

তাকে দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুলপ্ত কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের সুজিত মজুমদারের ছেলে। সে ছোট আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

ঠিকমত পড়াশোনা না করায় রোববার বিকালে সুলপ্তকে শাসন করেন তার বাবা-মা। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সুলপ্তকে কাঠের ঘরের দোতালায় আড়ার সাথে রসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, সুলপ্ত নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এএইচ/