ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

র‌্যাব এখন গণমানুষের আস্থার বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

জননিরাপত্তা রক্ষায় র‌্যাব গণমানুষের আস্থার বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার সকালে র‌্যাব সদর দপ্তরে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা গুরুত্বপূর্ণ বিষয়, যা দেশের উন্নয়নের পূর্বশর্ত। র‌্যাব সেই কাজটি করছে। 

চরমপন্থি, জঙ্গি, সন্ত্রাস, মাদক ও জলদস্যু দমনের পাশাপাশি খুন, ধর্ষণ, অপহরণসহ সব ধরনের অপরাধী গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

মানবিকতা দিয়ে অপরাধ দমনের এ সাফল্য বিশ্বের বুকে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।

পরে র‌্যাব যাদুঘর ও নতুন ইনসিগনিয়া ব্যাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এএইচ/