ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার | আপডেট: ১১:১১ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

কক্সবাজারে  কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিদুয়ান নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

সোমবার (২৮মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার সিটি কলেজের গেইটের সামনে এই ঘটনা ঘটে। রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিক এর পুত্র। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরির আঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যান তিনি। 
 
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা এক কলেজ ছাত্রকে ছুরির আঘাত করলে মারা যান তিনি। এই ঘটনায়  ক্ষীপ্ত হয়ে স্থানীয়রা ৩০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে। পরে পুলিশ গিয়ে ঘটনা শান্ত করে। 
কেআই//