ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৮:১৭ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার

বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
উপমহাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। কেক কেটে ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। জাতীয় সংগীত পরিবেশনের সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পাশাপাশি উত্তোলন করা হয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের পতাকা।
বিশ্ববিদ্যালয় আগামীতেও জাতীয় সংকটে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরো মানবিক মূল্যবোধ সম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবানও জানান তিনি।
পরে একটি আনন্দ র‌্যালি ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে টিএসসি চত্ত্বর ঘুরে এসে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।