ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মোংলায় ছুরিকাঘাতে নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার | আপডেট: ১১:১৮ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার

মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি মো. মারুফ হোসাইন (৩৫) কে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় খুলনার কয়রা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোংলা থানার ওসি (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় মোঃ শাহিন (৩৫) কে ছুরিকাঘাত করে হত্যা করে তারই বন্ধু মারুফ। এ ঘটনায় পরদিন মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মারুফকে প্রধান করে আরও ৪/৫ জন অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেন নিহতের বড় বোন খাদিজা বেগম। এরপর থেকেই আসামিকে গ্রেফতারে চেষ্টা চালায় পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলী রেজার নেতৃত্ব একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মারুফকে গ্রেফতার করতে সক্ষম হন।

ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। 

এদিকে নিহতের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে তাকে দাফন করে তার পরিবার। এসময় শোকে ভেঙ্গে পড়েন তারা। এই হত্যাকাণ্ডের সর্বচ্চ শাস্তির দাবি জানান নিহত শাহীনের পরিবার। 

পূর্ব শত্রুতার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে মো. শাহীন (৩৫) সোমবার (২৮ মার্চ) রাত ৮ টায় পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় খুন হন। নিহত শাহীন ছাড়াবাড়ি এলাকার মো. একরামুল হকের ছেলে। পেশায় একজন জাহাজের শ্রমিক।

নিহত শাহীনের বড় বোন খাদিজা বেগম  বলেন, মারুফ (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর সাথে তার ভাইয়ের পূর্ব শত্রুতা ছিল। এই ঘটনার জের ধরেই সে আমার ভাইকে হত্যা করেছে।  মারুফ খুলনা জেলার কয়রার মো. আব্দুর রশিদের ছেলে। সেও পৌর শহরের  ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
কেআই//