ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। বুধবার দুপুরে এই ফল প্রকাশিত হয়।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।

পিএসসির চেয়ারম্যান বলেন, “৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেটি পিএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে।”

এর আগে পিএসসি সূত্রে জানা যায়, এবার বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়বে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই বলা হয়েছিল।

এবার বিসিএসে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে বলে জানানো হয়।
এসএ/