নারীদের আরো যোগ্য ও দক্ষ হতে হবে: রাশিদা হামিদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরো যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিণী রাশিদা খানম।
তিনি বুধবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি রোটারি কলেজের নব-নির্মিত ‘ফাস্ট লেডী রাশিদা হামিদ ছাত্রী নিবাস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।
শিক্ষার প্রসারে বিশেষ করে মেয়েদের শিক্ষার উন্নয়নে সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, “এর ফলে দেশে নারী শিক্ষার হার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।”
রাশিদা হামিদ উল্লেখ করেন, মেয়েরা শিক্ষা, দীক্ষা, সামাজিক ,সাংস্কৃতিক কর্মকান্ডসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
রাশিদা খানম আশা করেন তারা নিজেদের আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে নেতৃত্ব দিবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক, কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
সূত্র: বাসস
এসএ/