ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার | আপডেট: ০৮:০৮ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠানের মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আতাউর রহমান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় গেস্ট অব অনার ছিলেন, জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর বিভাগের উপ-পরিচালক আখতারুজ্জামান সাবু ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ড. শহীদ-উজ-জামান। 

অনুষ্ঠানে ৩০টি ইভেন্টে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৮১ জনের মাঝে পুরস্কার এবং পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রায় দেড়শ’ কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষিকাদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে উন্নয়নের রোড মডেল বাংলাদেশ শীর্ষক আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করা হয়।
কেআই//