ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

বাংলাদেশ একাডেমি অব সাইন্সের বিজ্ঞান প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার

বাংলাদেশ একাডেমি অব সাইন্স এর উদ্যোগে স্কুল ও কলেজ পর্যায়ের জন্য আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে বিএএস-ইমিরেটাস অধ্যাপক ড. সুলতান আহমেদ চৌধুরী সাইন্টিফিক ট্যালেন্ট নার্চার ফান্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

আজ ৩১ মার্চ ২০২২ রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে নির্বাচিত ৭৩ জন ছাত্রছাত্রীকে সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি ছিলেন র‌্যাংগস্ গ্রুপের এক্সিকিউটিভ ভাইস চেয়ারর্পাসন জনাব জাকিয়া রউফ চৌধুরী এবং জাতীয় বিঁজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক জনাব মোহাম্মদ মুনীর চৌধুরী। বাংলাদেশ একাডেমি অব সাইন্স-এর সভাপতি অধ্যাপক ড. আজাদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
ইমিরেটাস অধ্যাপক ড. সুলতান আহমেদ চৌধুরী বাংলাদেশের প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি বাংলাদেশ একাডেমি অব সাইন্স এর প্রতিষ্ঠাতা। 

আরকে//