ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কোভিডে আজও মৃত্যু নেই, শনাক্ত ৮১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার | আপডেট: ০৫:৫৮ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮১ জন।

শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২২ জন। আজকের রোগী নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৯৩ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ, দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৭ হাজার ৩৭০টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৪১৩টি। দেশে এখন নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৪২০টি। 

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৭৬ হাজার ১৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৫৫ হাজার ৪০২টি।

এসি